Professor Yunus Attends Rio Olympics 2016 Opening Ceremony as Official Guest
08 Aug, 2016  
Fig: Professor Yunus Attends Rio Olympics 2016 Opening Ceremony as Official Guest

Yunus Centre Press Release (08 August, 2016)

Nobel Laureate Professor Yunus was a honored guest of International Olympic Committee at the opening ceremony of the 2016 Rio Games on evening of 5 August at Maracasna stadium in Rio de Janeiro. He watched the spectacular four hour long program which included the march past of the Olympic team from  Bangladesh to three billion audience who were watching the event throughout world. Professor Yunus was enjoying this breathtaking opening ceremony from the VIP gallery along with Sachin Tendulkar, and professor Yunus's friends, such as former Greek Prime Minister Papandreou, and Michelle Jean, former Governor General of Canada.

Earlier in the day he visited the Olympic Broadcasting Service, a massive temporary broadcasting facility built Olympic media centre. CEO of the Centre Yiannis Exarchos received him and gave an one hour guided tour personally acting as the tour guide to show the state of the art television and broadcasting technology installed within this structure.

From this facility of International Broadcast Centre at the Olympic Park the transmission of all the events of Olympic Games go out to 3 billion people around the world. Nine thousand people operate the service during the Olympic games. Professor Yunus was briefed on the latest developments in the technology of broadcasting. Many of the developments were designed just to meet the unique needs of the Olympic games, including the use of  8K camera filming to give vivid images of the events, virtual reality experience of sports. A new global TV channel named as Olympic Channel Services is about to be launched at the end of this month. Professor Yunus was interviewed by the Olympic Channel  for broadcast on 21 August 2016. He is invited by the president of International Olympic Committee to be an advisor on creating educational content for the channel.

Later in the day Professor Yunus visited the German House, a beautiful house located right on the beach. This head quarters the German National Olympic Committee in Rio. This visit was a response to the invitation of the President of the German National Olympic Committee to explore how the NOC can get involved in social business. The President, the CEO and their team explored with Professor Yunus how sports celebrities and retired athletes can become advocates for social business and promote the goals of three zeros. Yunus Centre, German NOC and Grameen  Creative Lab  will  jointly develop  a concept paper on how  to involve German sports clubs and federations to work on social business.

On August 6 he flew to Sao Paulo for activities of Yunus Social Business Brazil. This is a subsidiary of YSB Global, head quartered in Frankfurt, Germany. YSB Brazil now has 13 regional offices in 13 states of the country. YSB Brazil is in the process of creating an US $10 million social business fund and a corporate Action Tank which is a platform for Brazilian companies to get involved in social businesses. Professor Yunus  addressed 250 potential social business entrepreneurs and investors and had a meeting with Brazilian university partners working on social business. Fort-eight universities of Brazil were present in the discussion to create Social Business Centres in their universities.

Professor Yunus will return to Rio on August 7 to join a dinner hosted by Mayor of Paris, Anne Hidalgo, and to watch  Olympic events particularly the events competed by Bangladeshi participants.


Photo Caption 2: Matteo Renzi, Prime minister of Italy greeting Nobel laureate Professor Yunus on sideline of the Rio Olympics. Photo: Lamiya Morshed/Yunus Centre

 
Photo Caption 3 : Mr Yiannis Exarchos, CEO of Olympic broadcasting Centre gave a guided tour to Professor Yunus at the international broadcast center from where the Olympics is broadcast to 3 billion people. Photo: Lamiya Morshed/Yunus Centre

 
Photo Caption 4: Professor Yunus met Mr Alfons HÖRMANN, Director General, National Olympic Committee (NOC), Germany and members of German national Olympic team at the German Olympic house to discuss how social business can become part of IOC activities. Photo: Lamiya Morshed/Yunus Centre.

--End--

প্রেস রিলিজ

রিও ২০১৬ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর ইউনূস

৫ আগষ্ট ২০১৬ সন্ধায় ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত রিও ২০১৬ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক সম্মানিত অতিথি হিসেবে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। তিনি রিও ২০১৬ অলিম্পিকের চার ঘন্টাব্যাপী এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশ অলিম্পিক দলের মার্চ পাস্ট সহ এই অনুষ্ঠান বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি পর্যবেক্ষণ করে। এ সময়ে ভিআইপি গ্যালারীতে প্রফেসর ইউনূসের সঙ্গে ছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ইউনূসের বন্ধু গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু ও কানাডার প্রাক্তন গভর্ণর জেনারেল মিশেল জিন প্রমূখ।

ঐ দিনই এর পূর্বে তিনি অলিম্পিক মিডিয়া সেন্টার কর্তৃক সাময়িকভাবে নির্মিত বিশাল সম্প্রচার স্থাপনা “অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিস” পরিদর্শন করেন। সেন্টারের নির্বাহী প্রধান ইয়ান্নিস একজারচস তাঁকে অভ্যর্থনা জানান এবং নিজেই এক ঘন্টা ধরে প্রফেসর ইউনূসের সঙ্গে থেকে তাঁকে সেন্টারে স্থাপিত অত্যাধুুনিক টেলিভিশন ও সম্প্রচার প্রযুক্তিগুলো ঘুরিয়ে দেখান।

অলিম্পিক পার্কে স্থাপিত এই আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র থেকে বিশ্বের ৩০০ কোটি দর্শকের কাছে অলিম্পিক গেম্সের যাবতীয় ইভেন্টগুলো সম্প্রচারিত হচ্ছে। অলিম্পিক গেম্সের পুরো সময় জুড়ে ৯ হাজার কলাকুশলী এখানে কাজ করে যাবে। প্রফেসর ইউনূসকে সম্প্রচার প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিগুলো সম্পর্কে অবহিত করা হয়। এর অনেকগুলো শুধু অলিম্পিক গেম্সের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যেই তৈরী বলে তাঁকে জানানো হয়। এর মধ্যে রয়েছে ৮ হাজার ক্যামেরার দৃশ্যধারণ যাতে বিভিন্ন ইভেন্টের জীবন্ত দৃশ্য দর্শকরা উপভোগ করতে পারেন। এ মাসের শেষে “অলিম্পিক চ্যানেল সার্ভিসেস” নামে একটি নতুন গ্লোবাল টিভি চ্যানেল চালু করা হবে। আগষ্ট ২১, ২০১৬ তারিখে সম্প্রচারের উদ্দেশ্যে অলিম্পিক চ্যানেল প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকারও ধারণ করে। এই চ্যানেলের জন্য শিক্ষামূলক বিষয়বস্তু তৈরীর উদ্দেশ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কর্তৃক প্রফেসর ইউনূসকে উপদেষ্টা হিসেবে কাজ করতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এরপর ঐ দিনই প্রফেসর ইউনূস সমুদ্র তীরে নয়নাভিরাম “জার্মান হাউস” পরিদর্শন করেন। এটি রিও-তে জার্মান জাতীয় অলিম্পিক কমিটির সদর দপ্তর। জার্মান জাতীয় অলিম্পিক কমিটি কীভাবে সামাজিক ব্যবসার সাথে যুক্ত হতে পারে সে বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চেয়ে কমিটির মহাপরিচালক আলফন্স হোয়েরমানের আমন্ত্রণের প্রেক্ষিতে প্রফেসর ইউনূস সেখানে যান। মহাপরিচালক ও তাঁর টিম স্পোর্টস সেলিব্রিটি ও অবসর গ্রহণকারী অ্যাথলেটগণ কীভাবে সামাজিক ব্যবসার মুখপাত্র হতে পারেন এবং “তিন শূন্য”র লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন তা নিয়ে প্রফেসর ইউনূসের সাথে বিস্তারিত আলোচনা করেন। জার্মান স্পোর্টস ক্লাব ও ফেডারেশনগুলোকে কীভাবে সামাজিক ব্যবসার সাথে যুক্ত করা যায় সে বিষয়ে ইউনূস সেন্টার, জার্মান জাতীয় অলিম্পিক কমিটি ও জার্মান ক্রিয়েটিভ ল্যাব যৌথভাবে একটি ধারণাপত্র তৈরী করবে বলে সিদ্ধান্ত হয়।

৬ অক্টোবর “ইউনূস সামাজিক ব্যবসা ব্রাজিল”-এর কর্মকান্ড পরিদর্শনের উদ্দেশ্যে আকাশপথে সাও পলো যান প্রফেসর ইউনূস। এটি জার্মানীর ফ্রাংকফুর্টে অবস্থিত গ্লোবাল ইউনূস সামাজিক ব্যবসার প্রধান কার্যালয়ের একটি সাবসিডিয়ারী। ব্রাজিলের ১৩টি রাজ্যে ইউনূস সামাজিক ব্যবসা ব্রাজিলের ১৩টি স্থানীয় কার্যালয় রয়েছে। ইউনূস সামাজিক ব্যবসা ব্রাজিল ১০ মিলিয়ন মার্কিন ডলারের একটি সামাজিক ব্যবসা তহবিল ছাড়াও একটি কর্পোরেট অ্যাকশন ট্যাংক তৈরী করতে যাচ্ছে। এই কর্পোরেট অ্যাকশন ট্যাংকটি ব্রাজিলের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সামাজিক ব্যবসার সাথে জড়িত করার জন্য একটি প্লাটফর্ম। প্রফেসর ইউনূস ২৫০ জন সম্ভাব্য সামাজিক ব্যবসা উদ্যোক্তা ও বিনিয়োগকারীর একটি সমাবেশে ভাষণ দেন এবং ব্রাজিলের যে সকল বিশ্ববিদ্যালয় সামাজিক ব্যবসা নিয়ে কাজ করছে তাদের সাথে বৈঠক করেন। স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রাজিলের ৪৮টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রফেসর ইউনূস প্যারিসের মেয়র অ্যান হিদালগো প্রদত্ত একটি নৈশভোজে যোগদানের উদ্দেশ্যে এবং অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট বিশেষ করে বাংলাদেশী খেলোয়াড়দের প্রতিযোগিতা দেখতে ৭ আগষ্ট রিও-তে প্রত্যাবর্তন করেন।


ক্যাপশন-১ঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সম্মানিত অতিথি হিসেবে রিও ২০১৬ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশাল ভিআইপি বক্সে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।ছবিঃ লামিয়া মোর্শেদ/ইউনূস সেন্টার

ক্যাপশন-২ঃ   ইটালীর প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি রিও অলিম্পিক চলাকালে মাঠের একপাশে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানাচ্ছেন।ছবিঃ লামিয়া মোর্শেদ/ইউনূস সেন্টার

ক্যাপশন-৩ঃ অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসের প্রধান ইয়ান্নিস একজারচস প্রফেসর মুহাম্মদ ইউনূসকে রিও-তে অলিম্পিক সম্প্রচার কেন্দ্রে অভ্যর্থনা জানান এবং তাঁকে কেন্দ্রের অত্যাধুুনিক টেলিভিশন ও সম্প্রচার প্রযুক্তিগুলো ঘুরিয়ে দেখান। এই কেন্দ্র থেকেই পৃথিবীর ৩০০ কোটি মানুষের নিকট অলিম্পিক গেম্সের যাবতীয় ইভেন্ট সম্প্রচারিত হচ্ছে।ছবিঃ লামিয়া মোর্শেদ/ইউনূস সেন্টার

ক্যাপশন-৪ঃ  জার্মান অলিম্পিক হাউসে জার্মান জাতীয় অলিম্পিক কমিটির মহাপরিচালক আলফন্স হোয়েরমান ও তাঁর টিমের সাথে একটি সভায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা কীভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকান্ডের অংশ হতে পারে সভায় তা নিয়ে আলোচনা হয়।ছবিঃ লামিয়া মোর্শেদ/ইউনূস সেন্টার

------------------

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More